
আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থা ফিচ ইতালির ক্রেডিট রেটিং এক ধাপ বাড়িয়েছে। কট্টর ডানপন্থী সরকারের কৃচ্ছ্রসাধন নীতি ও আর্থিক শৃঙ্খলার স্বীকৃতিস্বরূপ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে ফিচ জানায়, ইতালির রেটিং আগের ‘বিবিবি’ থেকে উন্নীত হয়ে এখন ‘বিবিবি+’ হয়েছে। এর সঙ্গে যুক্ত করা হয়েছে স্থিতিশীল দৃষ্টিভঙ্গি। সংস্থাটির মতে, নতুন ইউরোপীয় ইউনিয়নের আর্থিক কাঠামোর অধীনে লক্ষ্য অর্জনে অঙ্গীকার, আর্থিক পরিকল্পনায় আস্থা বৃদ্ধি এবং ধারাবাহিক শৃঙ্খলাই এ উন্নতির মূল কারণ।
ফিচ আরও উল্লেখ করে, রাজনৈতিক স্থিতিশীলতা ও চলমান সংস্কার উদ্যোগ ইতালির অর্থনীতিকে শক্তিশালী করেছে। যদিও সম্প্রতি ফ্রান্সের রেটিং কমানো হয়েছে, ইউরোজোনের অন্যান্য দেশ যেমন স্পেন ও পর্তুগালের রেটিং ইতোমধ্যেই বেড়েছে।
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন সরকার গত দুই বছর ধরে ঘাটতি কমানো ও ব্যয়সংকোচের নীতি অনুসরণ করছে। এর ফলেই বাজেট ঘাটতি ২০২৩ সালের ৭.২ শতাংশ থেকে কমে ২০২৪ সালে ৩.৪ শতাংশে নেমে এসেছে। যদিও ঋণভারাক্রান্ত দেশটির প্রবৃদ্ধি ছিল মাত্র ০.৭ শতাংশ, তবুও আর্থিক ঘাটতি নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে।
পাঠকের মন্তব্য