এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওমানকে ২১ রানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এই জয়ে তিন ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে ‘এ’ গ্রুপের সুপার ফোরে জায়গা করে নিয়েছে তারা। সমান সংখ্যক ম্যাচ থেকে ৪ পয়েন্ট পাওয়া পাকিস্তান হয়েছে রানার্স-আপ। অন্যদিকে টানা তিন ম্যাচে হেরে ছিটকে গেছে ওমান।
আবু ধাবিতে টস জিতে আগে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১৮৮ রান তোলে ভারত। শুরুতে শুভমান গিল দ্রুত আউট হলেও (৫) অভিষেক শর্মা (১৫ বলে ৩৮) ও সঞ্জু স্যামসন (৪৫ বলে ৫৬) দারুণ জুটি গড়েন। শেষ দিকে অক্ষর প্যাটেল (২৬), তিলক ভার্মা (২৯) ও হর্ষিত রানা (১৩*) দ্রুত রান তুলে দলের সংগ্রহ বাড়ান। ওমানের হয়ে শাহ ফয়সাল, জিতেন রামানান্দি ও আমির কালিম দুটি করে উইকেট নেন।
জবাবে ওমানের ওপেনার জতিন্দর সিং (৩২) ও আমির কালিম (৬৪) দারুণ শুরু এনে দেন। পরে হামাদ মির্জা (৫১) সঙ্গ দিলে একসময় লড়াই জমে ওঠে। তবে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৬৭ রানে থেমে যায় তাদের ইনিংস। ভারতের হয়ে পান্ডিয়া, আর্শদীপ, হর্ষিত ও কুলদীপ নেন একটি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
ভারত: ১৮৮/৮, ২০ ওভার (স্যামসন ৫৬, অভিষেক ৩৮; ফয়সাল ২/২৩)
ওমান: ১৬৭/৪, ২০ ওভার (কালিম ৬৪, মির্জা ৫১; কুলদীপ ১/২৩)
ফল: ভারত ২১ রানে জয়ী
পাঠকের মন্তব্য