রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কাজী নজরুল ইসলাম মিলনায়তনে সোমবার ‘রাকসু (রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) কী এবং কেন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আসন্ন রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনকে সামনে রেখে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন এ সেমিনারের আয়োজন করে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাবির উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব এবং বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ফরীদ উদ্দিন খান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম। এছাড়া প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. সেতাউর রহমান নির্বাচনী প্রস্তুতির সারসংক্ষেপ তুলে ধরেন এবং কমিশনার অধ্যাপক আব্দুল হান্নান ও অধ্যাপক এনামুল হক রাকসু নির্বাচন নিয়ে আলোচনা করেন।
তথ্য অনুযায়ী, আসন্ন নির্বাচনে মোট ৯০৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে রাকসু নির্বাচনে ২৪৮ জন, ১৭টি হল কাউন্সিলে ৫৯৭ জন এবং সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে ৫৮ জন প্রার্থী অংশ নেবেন। রাকসু নির্বাচনে ১৮ জন সহ-সভাপতি (ভিপি), ১৩ জন সাধারণ সম্পাদক (জিএস) এবং ১৬ জন সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতোমধ্যে লটারির মাধ্যমে প্রার্থীদের ব্যালট নম্বর নির্ধারণ করা হয়েছে।
এবারের নির্বাচনে মোট ২৮ হাজার ৯০৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ১৭ হাজার ৬০০ জন পুরুষ এবং ১১ হাজার ৩০৫ জন নারী ভোটার রয়েছেন।
উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, দীর্ঘ ৩৫ বছর পর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। অচলাবস্থা ও নানা চ্যালেঞ্জ কাটিয়ে এ নির্বাচন আয়োজন করা সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, “প্রশাসন ও শিক্ষার্থী সবাই অধীর আগ্রহে নির্বাচনের অপেক্ষায় আছে। আমরা প্রার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করেছি এবং বহুল প্রত্যাশিত লক্ষ্য পূরণের পথে এগোচ্ছি।”
পাঠকের মন্তব্য