‘জয় বাংলা ব্রিগেড’-এর জুম মিটিংয়ে অংশ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দায়ের হওয়া মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ২৮৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।
আদালতের আদেশ
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত এ আদেশ দেন।
আদালতের পেশকার মো. জাহাঙ্গীর বাংলা ট্রিবিউনকে জানান:
“আজ মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার (সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশন্স) মো. এনামুল হক আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক সেই আবেদন মঞ্জুর করেন।”
মামলার পটভূমি
-
২০২৪ সালের ১৯ ডিসেম্বর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি ড. রাব্বী আলমের নেতৃত্বে এক জুম মিটিং করেন ‘জয় বাংলা ব্রিগেড’।
-
মিটিংয়ে শেখ হাসিনাসহ কয়েক শতাধিক নেতাকর্মী অংশ নেন।
-
অভিযোগে বলা হয়, শেখ হাসিনা সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে উৎখাতের নির্দেশ দেন।
-
এই বক্তব্য পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
মামলা ও চার্জশিট
-
২৭ মার্চ ২০২৫: সিআইডির এএসপি মো. এনামুল হক শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেন।
-
তদন্ত শেষে ৩০ জুলাই শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়।
-
১৪ আগস্ট: আদালত চার্জশিট গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
-
সর্বশেষ, ১১ সেপ্টেম্বর আদালত দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করলেন।
পাঠকের মন্তব্য