অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল ডাকসু নির্বাচনে ফলাফল মেনে নেওয়া অংশগ্রহণকারীদের অভিনন্দন জানিয়েছেন।
বুধবার (১০ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেন, “ডাকসু নির্বাচনে বিজয়ী ছাত্র শিবিরের নেতাদের অভিনন্দন। স্বতন্ত্র প্রার্থী যারা জিতেছেন তাদের অভিনন্দন। অভিনন্দন এই নির্বাচনের ফলাফল মেনে নেওয়া অংশগ্রহণকারীদের।”
ড. আসিফ নজরুল বলেন, ছাত্র শিবিরের বিজয় প্রমাণ করেছে যে “ট্যাগ দেওয়ার রাজনীতির পরাজয় ঘটেছে।” শেখ হাসিনার আমলে শিবির ট্যাগ দিয়ে অগণিত সাধারণ শিক্ষার্থীর ওপর নির্যাতন চালানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, শিবির সন্দেহে শিক্ষার্থীদের পেটানো ও পুলিশে সোপর্দ করা ছিল নিয়মিত ঘটনা। এর প্রতিবাদ করায় নানা হুমকি ও আক্রমণ সহ্য করতে হয়েছে তাকে। এ প্রসঙ্গে তিনি তার লেখা ‘আমি আবুবকর’ উপন্যাসের কথাও উল্লেখ করেন, যা ২০২৪ সালের বইমেলায় ব্যাপক পাঠকপ্রিয়তা পেয়েছিল।
শিবির নেতাদের উদ্দেশে তিনি আহ্বান জানান, “গণঅভ্যুত্থানকারী সবাইকে নিয়ে একসাথে কাজ করুন।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর করুণ অবস্থা নিয়েও তিনি মন্তব্য করেন। সলিমুল্লাহ হলের ক্যান্টিন ও আবাসিক কক্ষের দারিদ্র্যসদৃশ পরিস্থিতির উদাহরণ টেনে তিনি বলেন, “আশা করি ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশে ঢাবির আবাসিক শিক্ষার্থীদের অন্তত কিছু গুরুতর সমস্যা সমাধান করবেন।”
পাঠকের মন্তব্য