যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধবিরতি ও ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়ে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে গভীর আলোচনা চলছে। তিনি হামাসকে অবিলম্বে জিম্মিদের মুক্তি দিতে আহ্বান জানিয়ে বলেছেন, মুক্তি না দিলে পরিস্থিতি “কঠিন” ও “ভয়াবহ” হবে।
শুক্রবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, “আমরা বলেছি—ওদের সবাইকে এখনই মুক্তি দাও। আর তাতে তাদের জন্য অনেক ভালো কিছু ঘটবে। কিন্তু যদি মুক্তি না দাও, তাহলে পরিস্থিতি ভয়াবহ হবে।” তিনি জানান, হামাস কিছু দাবি তুলেছে যা গ্রহণযোগ্য, তবে বিস্তারিত ব্যাখ্যা দেননি।
২০২৩ সালের অক্টোবর মাসে ইসরায়েলের হামলার পর হামাস গাজায় ২৫০-এরও বেশি মানুষকে জিম্মি করেছে। গাজায় এখন প্রায় ৫০ জন ইসরায়েলি জিম্মি রয়েছেন, যাদের মধ্যে প্রায় ২০ জনকে জীবিত বলে ধারণা করা হচ্ছে। হামাস জানিয়েছে, অস্থায়ী যুদ্ধবিরতির বিনিময়ে কিছু জিম্মিকে মুক্তি দেওয়া হতে পারে। তবে ট্রাম্প জোর দিয়ে বলেছেন, “তিনি সব জিম্মির মুক্তিই চান।”
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, যুদ্ধ কেবল তখনই শেষ হবে যখন সব জিম্মি মুক্তি পাবে, হামাস নিরস্ত্র হবে, গাজায় ইসরায়েল নিরাপত্তা নিয়ন্ত্রণ নেবে এবং সেখানে একটি বিকল্প বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠিত হবে। অন্যদিকে হামাস যুদ্ধ বন্ধ ও ইসরায়েলের গাজা থেকে পূর্ণ প্রত্যাহার দাবি করছে।
পাঠকের মন্তব্য