নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, দেশে আর আগের মতো অনিয়মের নির্বাচন হবে না। সকল পক্ষের সহযোগিতায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন হবে স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (আরপিও) সংশোধনী নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পূর্ববর্তী কিছু নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, “আপনি যে ইলেকশনের কথা বলছেন, সেখানে ভোটারই ছিল না। যে লাইন আমরা দেখেছি, সেটি প্রকৃতপক্ষে ভোটারদের লাইন ছিল না। সেই নির্বাচনে হয়তো ভোটকেন্দ্রে প্রার্থীর এজেন্টও ছিল না, সাংবাদিকরাও ছিলেন না, এমনকি পর্যবেক্ষকও ছিলেন না। আমাদের দৃঢ় প্রত্যয়—ইনশাআল্লাহ, সেই ধরনের নির্বাচন আর বাংলাদেশে হবে না।”
তিনি আরও বলেন, “এই নির্বাচনে সর্বপ্রথম চোখ হবে ভোটারের নিজের। এরপর ভোটারের এজেন্ট, সহযোগী হিসেবে থাকবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা। আমাদের উদ্দেশ্য একটাই—ভোটার যেন নির্ধারিত সময়ে, সুশৃঙ্খলভাবে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।”
ইসি সানাউল্লাহ স্পষ্ট করে বলেন, নির্বাচন কমিশনের দায়িত্ব শুধু অনিয়মকারীকে ধরা নয়; বরং পুরো প্রক্রিয়াটিকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করা। “আমাদের কাজ শুধু চোর ধরা নয়, আমাদের কাজ হলো নির্বাচন প্রক্রিয়াকে এমনভাবে পরিচালনা করা যাতে জনগণ নির্ভয়ে ভোট দিতে পারেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হয়।”
পাঠকের মন্তব্য