চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ত সব পরীক্ষা স্থগিত করেছে। আহত শিক্ষার্থীদের চিকিৎসা ব্যয় বহন, তদন্ত কমিটি গঠন, নিরাপত্তা জোরদার ও যৌথবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার সন্ধ্যায় উপাচার্যের কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়। সভায় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, দুই উপ-উপাচার্য, ডিন, সিন্ডিকেট সদস্যসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন জানান, সংঘর্ষে আহত শিক্ষার্থীদের চিকিৎসা ব্যয়ের জন্য পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়সংলগ্ন এলাকায় একটি মডেল থানা ও রেলক্রসিং এলাকায় পুলিশ বক্স স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে মামলা করারও সিদ্ধান্ত হয়েছে।
এ ছাড়া শিক্ষার্থীদের সার্বক্ষণিক নিরাপত্তার জন্য একটি হটলাইন চালু করা হবে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নিরাপত্তা বাহিনীর সমন্বয়ে স্ট্রাইকিং ফোর্স মোতায়েন থাকবে।
অন্যদিকে হাটহাজারী উপজেলা প্রশাসন বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় ১৪৪ ধারা বর্ধিত করে মঙ্গলবার (আজ) রাত ১২টা পর্যন্ত কার্যকর রাখার ঘোষণা দিয়েছে। এ সময় পাঁচজনের বেশি একসঙ্গে চলাফেরা, মিছিল বা গণজমায়েত নিষিদ্ধ থাকবে।
পাঠকের মন্তব্য