ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলের বিমান হামলায় হুতি সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাওয়ি নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৮ আগস্ট) এই হামলায় আল-রাহাওয়িসহ হুতি সরকারের একাধিক মন্ত্রী প্রাণ হারান। আহত হয়েছেন আরও কয়েকজন মন্ত্রী ও কর্মকর্তা। খবর দিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।
শনিবার (৩০ আগস্ট) হুতি সরকারের পক্ষ থেকেও এক বিবৃতিতে এই হামলায় আল-রাহাওয়ির নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। বিবৃতিতে বলা হয়, সরকারের বার্ষিক কার্য মূল্যায়ন কর্মশালা চলাকালে এ হামলা চালানো হয়।
হামলার প্রেক্ষাপট
ইসরায়েলের এই হামলার সময় হুতি-সমর্থিত টেলিভিশনে গোষ্ঠীর নেতা আবদুল মালিক আল-হুথির ইসরায়েলবিরোধী ভাষণ প্রচারিত হচ্ছিল। ঐ সময় সিনিয়র নেতারা একত্রিত হয়ে ভাষণ দেখছিলেন বলেই ধারণা করা হচ্ছে।
ইসরায়েলি সেনাবাহিনী জানায়, সানার দক্ষিণাঞ্চলের বেইত বাওস গ্রামে হুতিদের বৈঠকস্থলকে ‘সন্ত্রাসী সরকারের সামরিক লক্ষ্যবস্তু’ হিসেবে চিহ্নিত করে হামলা চালানো হয়েছে। তাদের দাবি, নিহতরা ইসরায়েলের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
হুতিদের প্রতিক্রিয়া
হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন ইয়েমেনের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মুহাম্মদ আব্দুল করিম আল-গামারি। এদিকে হুতিরা বলছে, গাজার ফিলিস্তিনিদের সমর্থনে তারা লোহিত সাগর ও এডেন উপসাগরে ইসরায়েলি ও পশ্চিমা জাহাজে হামলা চালিয়ে আসছে এবং এই অবস্থান অব্যাহত রাখবে।
নিহত আল-রাহাওয়ির প্রেক্ষাপট
আল-রাহাওয়ি ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় আবইয়ান প্রদেশের বাসিন্দা এবং সাবেক প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। ২০১৪ সালে হুতিরা রাজধানী সানা দখল করলে তিনি তাদের সঙ্গে যোগ দেন। গত আগস্ট থেকে তিনি হুতি নেতৃত্বাধীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
আঞ্চলিক উত্তেজনা
এর আগে ২৪ আগস্ট হুতিরা ইসরায়েলের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে তিন দিন পর ইসরায়েল ইয়েমেনে তেল কোম্পানির স্থাপনা ও বিদ্যুৎকেন্দ্রে হামলা চালায়।
-
এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র ইয়েমেনের সাবা প্রদেশে বিমান হামলা চালায়, যাতে অন্তত ৬৮ জন নিহত হয়।
-
মে মাসে ট্রাম্প প্রশাসনের সঙ্গে এক চুক্তিতে আকাশপথে হামলা বন্ধের বিনিময়ে সমুদ্রপথে জাহাজে হামলা বন্ধের অঙ্গীকার করে হুতিরা।
তবে ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলে সরাসরি হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছিল তারা। সাম্প্রতিক এই বিমান হামলা সেই উত্তেজনাকেই নতুন করে উসকে দিল।
পাঠকের মন্তব্য