![]()
বাংলাদেশ ২০২৫ সালের জানুয়ারি থেকে মে মাসে প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।
বিডার বিজনেস ডেভেলপমেন্ট প্রধান নাহিয়ান রহমান রোচি মঙ্গলবার রাজধানীর বিডা অডিটোরিয়ামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জানান, প্রাপ্ত প্রস্তাবগুলোর প্রায় ২০ শতাংশ ইতোমধ্যে অগ্রসর পর্যায়ে পৌঁছেছে। এর মধ্যে চুক্তি স্বাক্ষর, জমি ইজারা নিশ্চিতকরণ এবং বরাদ্দপত্র রয়েছে।
তিনি বলেন, বিশেষ অর্থনৈতিক অঞ্চল নিয়ে বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে, যা শিল্পায়ন প্রক্রিয়াকে গতিশীল করছে। বেজার তথ্যমতে, প্রস্তাবিত বিনিয়োগের ৬০ শতাংশ এখনো অনুসন্ধানী পর্যায়ে রয়েছে।
রোচি আরও জানান, ধাপে ধাপে বিনিয়োগ পাইপলাইন আগামী ১২ থেকে ২৪ মাসে বাস্তব পুঁজি প্রবাহের একটি চিত্র দেবে। এ লক্ষ্যে বেজা একটি ইউনিফাইড ইনভেস্টমেন্ট পোর্টাল চালুর উদ্যোগ নিয়েছে, যা বিনিয়োগকারীদের আস্থা ও গতি বাড়াবে।
তবে তিনি সতর্ক করে বলেন, বিনিয়োগ প্রস্তাব পাওয়া ইতিবাচক হলেও চ্যালেঞ্জ হলো এগুলোকে কার্যকর প্রকল্পে রূপান্তর করা। জমি অধিগ্রহণ, অবকাঠামো প্রস্তুতি ও ইউটিলিটি সেবা নিশ্চিত করতে সমন্বিত পদক্ষেপ জরুরি।
পাঠকের মন্তব্য