১০ জনের নিউক্যাসলের বিপক্ষে ২–০ গোলে এগিয়ে যাওয়ার পর লিভারপুলের জয় প্রায় নিশ্চিত মনে হচ্ছিল। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তন করে ৮৮ মিনিটে সমতায় ফেরে নিউক্যাসল (২–২)।
তবে নাটকের তখনো বাকি। যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে প্রিমিয়ার লিগে অভিষিক্ত ১৬ বছর বয়সী রিও এনগুমোয়ার গোল বদলে দেয় ম্যাচের চিত্র। সমতায় শেষ হতে যাওয়া লড়াই লিভারপুল জিতে নেয় ৩–২ গোলে।
এই জয়সূচক গোলের মাধ্যমে ইতিহাস গড়েছেন এনগুমোয়া। ইংল্যান্ড অনূর্ধ্ব–১৭ দলের এই ফরোয়ার্ড লিভারপুলের ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতা। প্রিমিয়ার লিগে ১৬ বছর বয়সে জয়সূচক গোল করা দ্বিতীয় খেলোয়াড় তিনি। এর আগে ২০০২ সালে ওয়েইন রুনি ১৬ বছর বয়সে এভারটনের হয়ে গোল করেছিলেন। বয়সের হিসাবে রুনির চেয়ে মাত্র এক দিন বেশি বয়সে (১৬ বছর ৩৬১ দিন) গোল করলেন এনগুমোয়া।
ম্যাচের শুরুতে লিভারপুলকে এগিয়ে দেন রায়ান গ্রাভেনবার্চ (৩৫ মিনিট) এবং বিরতির পর হুগো একিতিকে (৪৬ মিনিট)। পরে নিউক্যাসলের হয়ে ব্রুনো গিমারেস (৫৭ মিনিট) ও উইলিয়াম ওসুলা (৮৮ মিনিট) সমতা ফেরান। কিন্তু শেষ পর্যন্ত এনগুমোয়ার ঐতিহাসিক গোলেই তিন পয়েন্ট পায় ‘অল রেডস’।
লিভারপুল অধিনায়ক ভার্জিল ফন ডাইক ম্যাচ শেষে বলেন, “এটা তার জন্য স্বপ্নের অভিষেক। ওর টেকনিক ছিল নিখুঁত। আমরা শান্ত থেকেছি এবং সঠিক সমাধান খুঁজেছি। রিওর জন্য আমি ভীষণ খুশি।”
এই জয়ের ফলে প্রিমিয়ার লিগে টানা ১৭ ম্যাচে লিভারপুলকে হারাতে ব্যর্থ হলো নিউক্যাসল। সর্বশেষ ২০১৫ সালের ডিসেম্বরে লিভারপুলের বিপক্ষে জিতেছিল তারা।
পাঠকের মন্তব্য