বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা কম্বাইন্ড ডিগ্রি প্রদানের দাবিতে বৃহস্পতিবার (২১ আগস্ট) ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করেছেন। বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড় এলাকায় দুপুর ১টায় শিক্ষার্থীরা রেললাইন দখল করে বিক্ষোভ শুরু করেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপে ১টা ৫৪ মিনিটে রেললাইন খোলা হয় এবং ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
শিক্ষার্থীরা সকাল ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে কম্বাইন্ড ডিগ্রি প্রদানের দাবিতে স্লোগান দিতে থাকেন এবং পরে প্রশাসনিক ভবনে তালা দেন।
বাকৃবির পশুপালন অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শিবলী বলেন, “টানা ২৫ দিন ক্লাস ও পরীক্ষা বর্জন করে আমাদের আন্দোলন চলমান রয়েছে। কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আয়োজিত ভোটে আমরা জয়ী হয়েছি বেশ কিছুদিন আগে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। গতকাল আমরা প্রশাসনকে মধ্যরাত ১২টা পর্যন্ত সময় দিয়েছিলাম। সেই ধারাবাহিকতায় আজ রেলপথ অবরোধ করেছি। তবে কম্বাইন্ড ডিগ্রি আন্দোলন দ্রুত ও কার্যকরভাবে সমাধানের লক্ষ্যে ৮ সদস্যের কমিটি মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারের সঙ্গে আগামী রবিবার সকাল ৯টায় বৈঠকে বসবেন, পরে সিদ্ধান্ত জানানো হবে।”
এসময় উপস্থিত ছিলেন কমিটি সভাপতি অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান, সদস্য সচিব ড. মো. আসাদুজ্জামান সরকার এবং বাকৃবির প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম। প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের আলোচনার মাধ্যমে আন্দোলন দ্রুত সমাধান করার প্রক্রিয়া শুরু হয়েছে।
বিক্ষোভের কারণে কিছু সময় রেলপথে যাত্রী ও পণ্যবাহী ট্রেন চলাচলে বাধা সৃষ্টি হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
পাঠকের মন্তব্য