![]()
বিএনপি কর্মী মুশফিকুর রহমান আবিরকে হত্যাচেষ্টার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
মঙ্গলবার (ঢাকা সময়) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালতে ভুক্তভোগী আবির এ মামলা করেন। আদালত পল্টন থানাকে এজাহার গ্রহণের নির্দেশ দিয়েছেন। বিষয়টি আদালতের পেশকার শিশির হাওলাদার নিশ্চিত করেছেন।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক এমপি শফিউল ইসলাম, ডিবির সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ ও সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার।
অভিযোগপত্রে বলা হয়েছে, ২০২২ সালের ডিসেম্বরে বিএনপির সমাবেশ কেন্দ্র করে বাদীকে অপহরণ, মারধর, মুক্তিপণ দাবি ও পরবর্তীতে রাজনৈতিক হামলা ও নির্যাতনের ঘটনা ঘটে। এসব ঘটনার সঙ্গে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জড়িত ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পাঠকের মন্তব্য