জন্মাষ্টমী উপলক্ষে তারেক রহমানের শুভেচ্ছা
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যুগ যুগ ধরে সব ধর্মের মানুষ সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বাংলাদেশে বসবাস করে আসছে।
জন্মাষ্টমী উপলক্ষে পাঠানো এক বাণীতে তিনি হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে তাদের কল্যাণ, সমৃদ্ধি ও শান্তি কামনা করেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এ বাণী গণমাধ্যমে পাঠানো হয়।
বাণীতে তারেক রহমান বলেন, ভগবান শ্রীকৃষ্ণ অনাচার ও দুঃশাসন দমন করে ন্যায়, সত্য ও কল্যাণ প্রতিষ্ঠা করেছিলেন। তাঁর শিক্ষা ও কর্ম মানবসমাজে গভীর প্রভাব বিস্তার করে আছে। অত্যাচারীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে অসহায় ও মজলুম মানুষ শ্রীকৃষ্ণের বাণী থেকে প্রেরণা পায়।
তিনি আরো বলেন, ভগবান শ্রীকৃষ্ণ সাধারণ মানুষ হিসেবে জন্ম নিয়েছিলেন এবং দুষ্টদের বধ করে পৃথিবীকে পাপ থেকে মুক্ত করেছিলেন। যুগ যুগ ধরে এই উৎসব সর্বজনীন ও মানবিক মূল্যবোধে মানুষকে ঐক্য, ভ্রাতৃত্ব ও সংহতির বন্ধনে আবদ্ধ করেছে।
তারেক রহমান বলেন, সব ধর্মের মূল মর্মবাণী হলো সম্প্রীতি, মানবকল্যাণ ও শান্তি প্রতিষ্ঠা। বাংলাদেশের সংস্কৃতির অংশ হিসেবেই ধর্মীয় সহিষ্ণুতা চর্চা হয়ে আসছে। এখানে কোনো ধর্মের প্রতি শ্রদ্ধা ও সৌহার্দ্যের ঘাটতি হয়নি। বিএনপি সেই ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
জন্মাষ্টমীর শুভক্ষণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিন্দু সম্প্রদায়ের প্রতি প্রাণঢালা শুভেচ্ছা জানান।
পাঠকের মন্তব্য