বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গেছেন। শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৭টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা ত্যাগ করেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী বিলকিস আখতার হোসেন ও ছোট ছেলে ব্যারিস্টার খন্দকার মারুফ হোসেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, দেশের চিকিৎসকদের পরামর্শে তিনি লন্ডনে চিকিৎসা নেবেন। পরিবারের পক্ষ থেকে দেশবাসী ও দলের নেতা-কর্মীদের কাছে তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া প্রার্থনা করা হয়েছে।
দীর্ঘদিন ধরেই শারীরিক জটিলতায় ভুগছেন খন্দকার মোশাররফ। ২০২৩ সালের জুনে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় অসুস্থ হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন এবং পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। এরপর একাধিকবার বিদেশে গিয়ে চিকিৎসা ও অস্ত্রোপচার করিয়েছেন তিনি। সর্বশেষ ২০২৪ সালের জানুয়ারিতে সিঙ্গাপুরে তার মস্তিষ্কের সফল অস্ত্রোপচার হয়।
রাজনীতির মাঠে সক্রিয় এই প্রবীণ নেতা শারীরিক সমস্যার মাঝেও দলের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত থেকেছেন। তার এই বিদেশযাত্রা কেবল চিকিৎসার প্রয়োজনে নয়, বরং দীর্ঘ সময় ধরে চলা রোগভোগ থেকে মুক্তি পাওয়ার এক মানবিক প্রচেষ্টা।
পাঠকের মন্তব্য