রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতির পরিবর্তে জাতীয় সংসদের স্পিকারের মাধ্যমে শপথ পড়ানোর বিধান–সংক্রান্ত পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে চলমান বিতর্কে নতুন অগ্রগতি এসেছে। হাইকোর্ট এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ২৬ অক্টোবর দিন ধার্য করেছেন।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে আদালত বিষয়টির সাংবিধানিক ও আইনি দিক বিশ্লেষণে সহায়তার জন্য ৭ জন অ্যামিকাস কিউরি (আদালতের আইনগত পরামর্শদাতা) নিয়োগ করেছেন।
নিয়োগপ্রাপ্ত অ্যামিকাস কিউরি হলেন— জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, অ্যাডভোকেট প্রবীর নিয়োগী, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ড. শাহদীন মালিক, অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান ও ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া।
এই মামলার পটভূমিতে রয়েছে গীতিকবি শহীদুল্লাহ ফরায়জীর করা একটি রিট, যা দাখিল করা হয় চলতি বছরের ১০ মার্চ। এতে তিনি ১৯৭২ সালের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতির মাধ্যমে শপথ গ্রহণের বিধান পুনর্বহালের নির্দেশনা চান। রিটের প্রাথমিক শুনানি শেষে ১১ মার্চ হাইকোর্ট রুল জারি করে জানতে চায়— কেন পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আনা পরিবর্তনটি মূল সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না এবং কেন তা শুরু থেকেই বাতিল করা হবে না।
রুলের জবাব দিতে আইনসচিব, মন্ত্রিপরিষদ সচিব এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দেওয়া হয়েছে।
সংবিধান সংশোধনী ও রাষ্ট্রপতির শপথবাক্য নিয়ে এই বিতর্ক শুধু আইনি নয়, রাষ্ট্রীয় মর্যাদা ও সাংবিধানিক ঐতিহ্যের বিষয়ও বটে। আগামী ২৬ অক্টোবরের শুনানি এই বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিতে পারে বলে মনে করছেন আইনজ্ঞরা।
পাঠকের মন্তব্য