সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের সাদাপাথর এলাকা থেকে রাষ্ট্রীয় সম্পদ লুটের ঘটনায় তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৩ আগস্ট) সিলেট সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক নাজমুস সাদাত রাফির নেতৃত্বে একটি টিম সরেজমিন পরিদর্শন করেছে।
দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম জানান, স্থানীয় প্রশাসনের কিছু অসাধু ব্যক্তির যোগসাজশে সাদাপাথর এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলন করে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করা হয়েছে। অভিযানের পর বিস্তারিত তথ্য জানানো হবে।
প্রাকৃতিকভাবে পাহাড়ি ঢলের তোড়ে ধলাই নদের উৎসমুখে ভেসে আসা সাদা পাথরের বিশাল স্তুপে প্রায় পাঁচ একর জায়গা জুড়ে গড়ে উঠেছিল মনোমুগ্ধকর এক পর্যটন কেন্দ্র—ভোলাগঞ্জ সাদাপাথর। গত কয়েক বছরে এ স্থানটি সিলেটের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র হয়ে ওঠে।
তবে গত এক বছরে অবাধে পাথর লুটের ঘটনায় এই প্রাকৃতিক সৌন্দর্য এখন বিরানভূমিতে পরিণত হয়েছে। সরেজমিনে দেখা গেছে, এক সময়ের ভরাট সাদা পাথরের ৭৫ শতাংশই নেই, অবশিষ্ট রয়েছে মাত্র ২৫ শতাংশ।
‘সাদাপাথর’ নামের পেছনে যে চিরচেনা দৃশ্য ছিল—সাদা পাথরের অপরূপ সমারোহ—তা আজ প্রায় হারিয়ে গেছে। এতে পর্যটনকেন্দ্রটি অস্তিত্ব সংকটে পড়েছে।
এর আগে বিভিন্ন গণমাধ্যমে সাদাপাথর এলাকা থেকে পাথর লুটের খবর প্রকাশিত হলে তা সারা দেশে আলোচনার জন্ম দেয়। পরিবেশবাদী সংগঠনসহ নানা মহল প্রাকৃতিক সৌন্দর্য ধ্বংসের তীব্র নিন্দা জানায় এবং তা রক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি তোলে।
পাঠকের মন্তব্য