চোখের চিকিৎসার ফলো-আপের জন্য থাইল্যান্ডে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (১৩ আগস্ট) বেলা সোয়া ১১টায় স্ত্রী রাহাত আরা বেগমকে সঙ্গে নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ব্যাংককের উদ্দেশে রওনা দেন তিনি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মির্জা ফখরুল ব্যাংককের রাটনিন আই হাসপাতালে ফলো-আপ চিকিৎসা নেবেন। গত ১৪ মে এই হাসপাতালেই তার বাঁ চোখের রেটিনার সফল অস্ত্রোপচার হয়েছিল।
শায়রুল কবির আরও জানান, চিকিৎসা শেষ করে আগামী ১৯ আগস্ট দেশে ফেরার কথা রয়েছে বিএনপি মহাসচিবের।
এর আগে, ১৩ মে জরুরি ভিত্তিতে একই সমস্যার কারণে ব্যাংককে গিয়ে রেটিনার অস্ত্রোপচার করান তিনি।
পাঠকের মন্তব্য