প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ফলে এক বছরের মধ্যে বাংলাদেশের অর্থনীতি মজবুত অবস্থায় ফিরে এসেছে।
মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, স্বৈরশাসনের সময় ব্যাংক খালি ও আর্থিক ব্যবস্থার ধস নেমেছিল, তবে প্রবাসী আয়ের ফলে তা পুনরুদ্ধার সম্ভব হয়েছে।
তিনি জানান, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা হয়েছে এবং ফেব্রুয়ারির নির্বাচনে তারা ভোট দিতে পারবেন। এছাড়া মালয়েশিয়ার ব্যবসায়ীদের কাছ থেকে বড় বিনিয়োগের আশ্বাস পাওয়া গেছে।
অনিয়মিত প্রবাসীদের কাগজপত্র সমস্যা সমাধান এবং অভিবাসন গমনেচ্ছুদের বৈধভাবে বিদেশে যাওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে হাইকমিশনার শামীম আহসান, উপদেষ্টা ড. আসিফ নজরুল ও মো. তৌহিদ হোসেন বক্তব্য রাখেন। তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া গেছেন প্রধান উপদেষ্টা।
পাঠকের মন্তব্য