বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মালয়েশিয়ার কোম্পানিগুলোকে দেশে বিনিয়োগ করতে উৎসাহ দিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশ দ্রুত ব্যবসার জন্য বাজার খুলছে এবং এখানে ব্যবসায়িক সুযোগ-সুবিধা ও সম্ভাবনা ব্যাপক।
মঙ্গলবার (১২ আগস্ট) ‘বাংলাদেশ-মালয়েশিয়া বাণিজ্য ও বিনিয়োগ সুযোগ’ শীর্ষক অনুষ্ঠানে ড. ইউনূস বলেন, “বাংলাদেশে আসুন, নিজ চোখে দেখুন… আমি আপনাদের বাংলাদেশে স্বাগত জানাই।”
তিনি আরও জানান, বাংলাদেশের জনসংখ্যার অধিকাংশ তরুণ এবং তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা সীমাহীন। অন্তর্বর্তী সরকার ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, তবে দেশের সম্পূর্ণ সম্ভাবনা এখনো কাজে লাগানো হয়নি।
ড. ইউনূস মালয়েশিয়ার বিনিয়োগকারীদের দেশের প্রবাসী তরুণদের সহযোগিতা নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, প্রবাসী তরুণরা সবসময় বাংলাদেশের জন্য কিছু করার তৃষ্ণায় উদ্বুদ্ধ।
অনুষ্ঠানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) বিনিয়োগের সুবিধাসমূহ তুলে ধরেন। এছাড়াও রবি সেলুলার প্রধান শেয়ারহোল্ডার ও অ্যাক্সিয়াটা গ্রুপের সিইও বিবেক সুদ বাংলাদেশের সঙ্গে দীর্ঘ সফল অংশীদারিত্বের কথা জানান।
এ দিনের প্রধান আকর্ষণ ছিল মালয়েশিয়া ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এনসিসিআইএম) ও বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর।
অনুষ্ঠানে পেট্রোলিয়াম নাসিয়োনাল বেহারদ (পেট্রোনাস), সোভারেইন ওয়েলথ ফান্ড খাজানাহ নাসিয়োনাল, পাম অয়েল কোম্পানি সিমে ডারবি, প্রোটন হোল্ডিংস, টপ গ্লাভসহ মালয়েশিয়ার শীর্ষ কোম্পানির শীর্ষ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
পাঠকের মন্তব্য