জুলাই অভ্যুত্থান ও রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সংঘটিত বিমান দুর্ঘটনা নিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ফটোকার্ড নকল ও ভুয়া বলে সনাক্ত করেছে স্বাধীন ফ্যাক্ট-চেকিং সংস্থা ফ্যাক্টওয়াচ।
ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জানা যায়, ‘এখন টিভি’র নামে ছড়ানো ফটোকার্ডটিতে দাবি করা হয়েছে—ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে মাইলস্টোন শিক্ষার্থীদের পোড়া লাশ জুলাই অভ্যুত্থানের অজ্ঞাত মরদেহ হিসেবে দাফনের জন্য হস্তান্তরের দাবি জানিয়েছে তাদের অভিভাবকরা। তবে ‘এখন টিভি’ এমন কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি।
ফ্যাক্টওয়াচ জানায়, মূলত ৭ আগস্ট ‘এখন টিভি’র ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত “ঢাকা মেডিকেলের মর্গ থেকে জুলাই গণঅভ্যুত্থানের পরিচয় না পাওয়া ৬ মরদেহ আঞ্জুমান মফিদুলে হস্তান্তর” শিরোনামের ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে এই ভুয়া কার্ডটি তৈরি করা হয়েছে।
সংস্থাটি আরও জানায়, প্রচারিত দাবিটি মিথ্যা, আর ফটোকার্ডটি এডিটেড। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য, ছবি ও ভিডিও বৃদ্ধির প্রেক্ষাপটে ফ্যাক্টওয়াচ গুজব প্রতিরোধ ও সঠিক তথ্য প্রচারে কাজ করছে।
পাঠকের মন্তব্য