হারারে, ১১ আগস্ট — রিজান হোসেনের দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্যে জিম্বাবুয়ের মাটিতে ত্রিদেশীয় অনূর্ধ্ব–১৯ ওয়ানডে সিরিজে শিরোপা জিতেছে বাংলাদেশ। ফাইনালে প্রোটিয়াদের ৩৩ রানে হারিয়ে ট্রফি হাতে তুলে নেয় লাল–সবুজের তরুণরা।
টস হেরে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৫ উইকেটে ২৬৯ রান তোলে বাংলাদেশ। দলের ব্যাটিংয়ের নায়ক রিজান হোসেন—১০টি চার সমৃদ্ধ ৯৬ বলে ৯৫ রানের নান্দনিক ইনিংস খেলে সেঞ্চুরি মিস করেন মাত্র ৫ রানে। কালাম ৭৫ বলে ৬৫ রান করে তাকে দারুণ সঙ্গ দেন। শেষ দিকে এমডি আব্দুল্লাহ (২৯ বলে ৩৮*) ও সামিউন বশির (৮ বলে ১৩*) লড়াকু সংগ্রহ এনে দেন।
জবাবে ২ উইকেটে ১১০ রান তুলে ভালোভাবেই ম্যাচে ছিল দক্ষিণ আফ্রিকা। তবে রিজান ও লেগ স্পিনার স্বাধীন ইসলামের ঘূর্ণিতে ধসে পড়ে তাদের ব্যাটিং লাইনআপ। শেষ পর্যন্ত ৪৮.৪ ওভারে ২৩৬ রানে অলআউট হয় প্রোটিয়ারা। দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন আদনান লাগাদেইন।
বল হাতে ৮.৪ ওভারে ৩৪ রানে ৫ উইকেট নিয়ে ফাইনালের সেরা পারফরম্যান্স দেন রিজান। এছাড়া আল ফাহাদ ৩টি ও স্বাধীন ইসলাম ২ উইকেট শিকার করেন।
ব্যাট–বল হাতে দাপট দেখিয়ে রিজান হোসেন ফাইনালের নায়ক এবং সিরিজের সেরা খেলোয়াড় হিসেবে স্বীকৃতি পান।
পাঠকের মন্তব্য