ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার বিভিন্ন এলাকায় অন্তত তিনজন নিহত ও দুইজন আহত হয়েছেন। লক্ষ্যবস্তু ছিল রুশ সেনাঘাঁটি, একটি গ্যাস পাইপলাইন এবং প্রতিরক্ষা শিল্প সংশ্লিষ্ট স্থাপনাসমূহ। ইউক্রেনের এসবিইউ নিরাপত্তা সংস্থা জানিয়েছে, শুক্রবার রাতে বহু দূরে নিক্ষেপযোগ্য ড্রোন ব্যবহার করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর প্রিমোরস্কো-আখতারস্কে একটি সামরিক বিমানঘাঁটি এবং পেনজা অঞ্চলের ‘ইলেকট্রোপ্রিবর’ কোম্পানিতে হামলা চালানো হয়।
‘ইলেকট্রোপ্রিবর’ রাশিয়ার সামরিক সরঞ্জাম, সাঁজোয়া যান ও জাহাজ নির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রাখে বলে দাবি করেছে ইউক্রেন।
পেনজা গভর্নর ওলেগ মেলনিচেঙ্কো জানিয়েছেন, ওই হামলায় এক নারী নিহত ও দুইজন আহত হয়েছেন।
এছাড়া সামারা অঞ্চলে ড্রোনের ধ্বংসাবশেষ থেকে আগুন লাগার ঘটনায় মারা যান এক বৃদ্ধ। আর রোস্তভ অঞ্চলে একটি শিল্প স্থাপনায় ড্রোন হামলার পর আগুনে প্রাণ হারান একজন প্রহরী।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত ৯ ঘণ্টায় ১১২টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে, যার মধ্যে রোস্তভ অঞ্চলে ৩৪টি।
রাশিয়া অভিযোগ করেছে, ইউক্রেন ড্রোন ব্যবহার করে নিয়মিতই রুশ ভূখণ্ডে আঘাত হানছে। পাল্টা পদক্ষেপ হিসেবে রাশিয়াও তাদের অভিযানে ড্রোনের ব্যবহার বাড়িয়েছে। এএফপি’র এক বিশ্লেষণে বলা হয়, জুলাই মাসে রাশিয়া ৬,২৯৭টি ড্রোন ব্যবহার করেছে, যার মধ্যে ‘ডিকয়’ ড্রোনও রয়েছে।
এদিকে, ইউক্রেনের ডনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলেও শুক্রবার রাতে রাশিয়ার ড্রোন হামলায় তিনজন আহত হন বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর সের্গেই লাইসাক। হামলায় বেশ কিছু ভবন, বাড়ি ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
পাঠকের মন্তব্য