আগামীকাল ৩ আগস্ট (রোববার) ঢাকায় একাধিক রাজনৈতিক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের কারণে কিছু এলাকায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বিশেষ করে শাহবাগ মোড়, শহীদ মিনার এলাকা ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় বিকেল থেকে রাত পর্যন্ত উল্লেখযোগ্য জনসমাগম ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
এ সময় বিকল্প রুট ব্যবহারের জন্য নগরবাসীকে আহ্বান জানানো হয়েছে।
একই দিনে অনুষ্ঠিত হবে এইচএসসি ও সমমানের পরীক্ষা এবং বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা।
পরীক্ষার্থীদের যানজট এড়িয়ে যথাসময়ে কেন্দ্রে পৌঁছাতে হাতে পর্যাপ্ত সময় নিয়ে বের হওয়ার অনুরোধ জানিয়েছে ডিএমপি।
যানচলাচল সীমিত থাকবে যেসব এলাকায়:
-
শাহবাগ মোড়
-
শহীদ মিনার চত্বর
-
সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন সড়ক ও প্রবেশপথ
বিকল্প রুট নির্দেশনা:
-
হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়: শাহবাগের দিকে না গিয়ে হেয়ার রোড বা মিন্টু রোড হয়ে চলাচল করুন।
-
কাটাবন মোড়: শাহবাগমুখী যানবাহন নীলক্ষেত বা হাতিরপুল রোড ব্যবহার করুন।
-
মৎস্য ভবন মোড়: হেয়ার রোড বা মনসুর আলী সরণি (মগবাজার রোড) ব্যবহার করুন।
-
কাকরাইল-মৎস্য ভবন: হাইকোর্ট হয়ে গুলিস্তান বা বিশ্ববিদ্যালয়মুখী চলাচল করুন।
-
টিএসসি/রাজু ভাস্কর্য: দোয়েল চত্বর বা নীলক্ষেত হয়ে চলাচল করুন।
পরামর্শ:
এইচএসসি, সমমান ও বিসিএস পরীক্ষার্থীদের পরীক্ষার দিন কোনো ধরনের ঝুঁকি না নিয়ে পর্যাপ্ত সময় হাতে নিয়ে রওনা দেওয়ার অনুরোধ জানিয়েছে ডিএমপি।
পাঠকের মন্তব্য