ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভে প্রথমবারের মতো প্রধান উপদেষ্টাকে সৌদি আরবের আমন্ত্রণ
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে আগামী ২৭ থেকে ৩০ অক্টোবর সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিতব্য ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (FII9)-এর নবম আসরে অংশগ্রহণের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে সৌদি সরকার।
গতকাল রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে ঢাকাস্থ সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফের বিন আবিয়াহ, সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণপত্র তার হাতে তুলে দেন।
বিশ্ব বিনিয়োগ, প্রযুক্তি ও উদ্ভাবন নিয়ে আয়োজিত এই সম্মেলনে এবারই প্রথম বাংলাদেশের কোনো সরকার প্রধানকে আমন্ত্রণ জানানো হলো, যা দ্বিপাক্ষিক সম্পর্কের এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রধান উপদেষ্টা আমন্ত্রণের জন্য সৌদি যুবরাজের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জানান,
এছাড়া, বাংলাদেশ-সৌদি আরব কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে যুবরাজের নির্ধারিত বাংলাদেশ সফর গ্রহণ করায় তিনি তাকে ধন্যবাদ জানান।
এই আমন্ত্রণ দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর ও কার্যকর পর্যায়ে নিয়ে যাওয়ার এক সম্ভাবনাময় দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।
পাঠকের মন্তব্য