নির্বাচন ঘিরে নিরাপত্তা পরিকল্পনা: প্রধান উপদেষ্টার সভাপতিত্বে আইন-শৃঙ্খলা বাহিনীর পর্যালোচনা সভা অনুষ্ঠিতআজ সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা বাহিনীর গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভা।
সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং বাহিনীর প্রস্তুতি নিয়ে বিস্তৃত আলোচনা হয়। নির্বাচনকালে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে করণীয় বিষয়গুলোও উঠে আসে আলোচনায়।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পাঠকের মন্তব্য