• হোম > খেলা | ফুটবল > দর্শকশূন্য মাঠে ইংলিশ প্রিমিয়ার লীগ খেলা

দর্শকশূন্য মাঠে ইংলিশ প্রিমিয়ার লীগ খেলা

  • বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০, ২০:৪৪
  • ৭৭৬

---

করোনা ভাইরাস ছড়িয়ে পড়া রুখতে এবার দর্শকশূন্য স্টেডিয়ামে মাঠে গড়াতে চলেছে ইংলিশ প্রিমিয়ার লীগও। শুধু প্রিমিয়ার লীগই নয় ইংলিশ চ্যাম্পিয়নশিপ লীগসহ অন্য লীগও হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। দেশটির সরকার এমন সিদ্ধান্ত নিতে চলেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো। চলমান ফুটবল মৌসুম স্থগিত করতে চায়না ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন।

ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিচ্ছে দেশটির ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। ইতোমধ্যে ম্যানচেস্টার সিটি ও আর্সেনালের ম্যাচটি করোনার কারণে স্থগিত করা হয়েছে।
ইতালিয়ান সিরি আ ফুটবল লীগ স্থগিত করা হয়েছে আগামী ৬ই এপ্রিল পর্যন্ত। করোনার কারণে স্প্যানিশ লা লিগার দুই রাউন্ড স্থগিত করেছে আয়োজকরা। ফরাসি ফুটবলের শীর্ষ আসর ফ্রেঞ্চ লিগ ওয়ানে দর্শকশূন্য গ্যালারিতে অথবা একহাজার দর্শকের উপস্থিতিতে ম্যাচ আয়োজিত হচ্ছে।।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/916 ,   Print Date & Time: Saturday, 11 October 2025, 08:18:45 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh