• হোম > এন্টারটেইনমেন্ট > করোনা ভয়ে পেছাল বেইজিং চলচ্চিত্র উৎসব

করোনা ভয়ে পেছাল বেইজিং চলচ্চিত্র উৎসব

  • সোমবার, ৯ মার্চ ২০২০, ২০:৪৭
  • ৭৫৩

---
করোনা ভাইরাসের ভয়ে সারা বিশ্ব যখন আতঙ্কিত তখন তার প্রভাব পড়েছে চলচ্চিত্র অঙ্গনেও। মুক্তির মিছিল থেকে পিছিয়ে গেছে জেমস বন্ড সিরিজের সিনেমা ‘নো টাইম টু ডাই’। এবার পিছিয়ে গেল দশম বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। রবিবার আয়োজকেরা উৎসব পেছানোর ঘোষণা দিয়েছেন।

১৯ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হওয়ার কথা ছিল। কিন্তু অংশগ্রহণকারী, অতিথি এবং দর্শকদের নিরাপত্তার কথা ভেবে পিছিয়ে দেয়া হয়েছে উৎসব।

করোনার কারণে পুরো বিশ্বে পিছিয়ে গেছে অনেকগুলো চলচ্চিত্র উৎসব, কনসার্ট এবং প্রিমিয়ার শো। সিনেমা হল বন্ধ হয়ে গেছে অনেক দেশেই। ফলে সিনেমার ব্যবসায় করোনার প্রভাব পড়েছে।

বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস চীন থেকে ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। যে রোগের কোনো প্রতিষেধক এখনো পাওয়া যায়নি। শতাধিক দেশের লক্ষাধিক মানুষ এতে আক্রান্ত হয়েছেন। মারা গেছে প্রায় সাড়ে তিন হাজার মানুষ। যার বেশির ভাগই চীনের। এছাড়াও সাউথ কোরিয়া, ইতালি ও ইরানের পরিস্থিতিও ভয়াবহ।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/841 ,   Print Date & Time: Wednesday, 26 November 2025, 12:14:10 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh