• হোম > Following > টাইমস ও ওয়াশিংটন পোস্টের বিরুদ্ধে ট্রাম্প ক্যাম্পেইনের মানহানি মামলা

টাইমস ও ওয়াশিংটন পোস্টের বিরুদ্ধে ট্রাম্প ক্যাম্পেইনের মানহানি মামলা

  • সোমবার, ৯ মার্চ ২০২০, ০১:০৬
  • ৭০১

---
নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ট্রাম্পের পুনর্নির্বাচনী ক্যাম্পেইন ম্যানহাটন সুপ্রিম কোর্টে মানহানির মামলা করেছে। ২০১৬ সালের নির্বাচনে হিলারীকে পরাজিত করার জন্য ট্রাম্প রাশিয়ার সাথে কাজ করেন এমন অভিযোগে পত্রিকাটি ২০১৯ সালে প্রেসিডেন্টের বিরুদ্ধে লাইবলড (কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য) প্রকাশ করেছে বলে আর্জিতে উল্লেখ করা হয়েছে। আর্জিতে আরও উল্লেখ করা হয়, ২০১৯ সালের ২৭ মার্চ টাইমসের সাবেক এক্সিকিউটিভ এডিটর ম্যাক্স ফ্রাঙ্কল ‘দ্য রিয়্যাল ট্রাম্প-রাশিয়া কুইড-প্রো-ক্যু’ শিরোনামের প্রকাশিত প্রতিবেদনে জেনে-শুনে মিথ্যাচার করেছিলেন। প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্টের প্রতি চরম বিদ্বেষ বশে পত্রিকাটি নিজ পাঠকবর্গ ও সমষ্টিগতভাবে দেশবাসীর মনে প্রশাসন সম্পর্কে বিতৃষ্ণা সৃষ্টির লক্ষ্যে পত্রিকাটি ইচ্ছাকৃতভাবে ভ্রান্ত তথ্য প্রচার করে। আরও অভিযোগ করা হয়, ২০২০ সালের ৩ নভেম্বরে অনুষ্ঠিতব্য নির্বাচনে ট্রাম্পের বিরুদ্ধে অনৈতিক প্রভাব বিস্তারের খাতিরেই পত্রিকাটি এ মিথ্যা খবর প্রকাশ করে। ডোনাল্ড জে ট্রাম্প ফর প্রেসিডেন্ট ইনক-এর সিনিয়র লিগ্যাল অ্যাডভাইজার জেনা এলিস এক বক্তব্যে বলেন, বক্তব্যগুলো ছিল ১০০% মিথ্যা ও মানহানিকর। আরও বলা হয় যে কুইড প্রো কু বা ডিলের (অর্থের বিনিময়ে স্বার্থোদ্ধার) কোনো প্রমাণ আর্টিকলস তুলে ধরতে ব্যর্থ হয়েছে।
এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের ক্যাম্পেইন টিম গত ২ মার্চ দ্য ওয়াশিংটন পোস্টের বিরুদ্ধে মাল্টি মিলিয়ন ডলারের মানহানি মামলা দায়ের করেছেন। মামলায় দাবি করা হয়েছেÑসংবাদপত্রটি জেনেশুনে মিথ্যা সংবাদ প্রকাশ করেছে- রাশিয়ার সাথে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বিষয়ে ট্রাম্প ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/817 ,   Print Date & Time: Sunday, 14 December 2025, 02:51:31 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh