• হোম > এক্সক্লুসিভ > চীনে ভেঙে পড়ল করোনায় আক্রান্ত রোগীদের ভবন

চীনে ভেঙে পড়ল করোনায় আক্রান্ত রোগীদের ভবন

  • সোমবার, ৯ মার্চ ২০২০, ০০:৫১
  • ৮৭৫

---
প্রাণঘাতী করোনা আতঙ্কের মধ্যেই চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশে পাঁচতলা হোটেল ধসে অন্তত ৭০ জন আটকা পড়েছেন। করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের জন্য কোয়ারেন্টাইনে রূপান্তর করা হয় হোটেলটিকে। ধসে পড়া একটি হোটেলের ভেতর থেকে চার জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখো ২৯ জন নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, হোটেলটি পুরোপুরি ধসে পড়ে আছে। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কাজ করছেন। ভেতরে আটকাপড়া লোকজন কোভিড-১৯ রোগী বলে জানা গেছে। সেখানে তাদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছিল। ১৪৭টি দমকল ইঞ্জিন ও ২৬ জন কর্মী ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎই বিকট আওয়াজ শুনতে পান তারা। বাড়ি থেকে বেরিয়ে আসতেই দেখেন পাঁচতলা হোটেলটি সম্পূর্ণ ভেঙে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা মানুষজন সাহায্যের আরজি জানাচ্ছেন। কিন্তু স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে এগিয়ে যাননি।

জানা গেছে, ২০১৮ সালের জুনে চীনের শিনজিয়া এক্সপ্রেস হোটেলটি নির্মাণ করা হয়। মূলত ব্যবসায়িক ভ্রমণকারীদের জন্যই এই হোটেলটি নির্মাণ করা হয়। হোটেলটিতে মোট ৮০টি রুম রয়েছে। করোনা সংক্রমণের পর হোটেলটিকে বিশেষায়িত হাসপাতালে পরিণত করে স্থানীয় প্রশাসন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/816 ,   Print Date & Time: Sunday, 12 October 2025, 12:46:37 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh