• হোম > ফিচার > উহানে চিকিৎসা দিতে চান বাংলাদেশী জেরিন

উহানে চিকিৎসা দিতে চান বাংলাদেশী জেরিন

  • শুক্রবার, ৬ মার্চ ২০২০, ০৩:৫৭
  • ৭৪১

সৈয়দা জেরিন ইমাম

বাংলাদেশী সৈয়দা জেরিন ইমাম এক সাহসী নারী চিকিৎসকের নাম। চীন ফেরত শুনলেই যখন সবাই সন্তস্ত্র, তখন তার অভিপ্রায় তিনি চীনের সেই হুবেই প্রদেশের উহানে যাবেন। কারণ তিনি করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা দিতে চান। বিশ্বব্যাপী মহামারী কভিড -১৯ এর কেন্দ্রস্থল হিসেবে উহান বাংলাদেশসহ একনামে বিশ্ববাসীর কাছে পরিচিত। জেরিন বর্তমানে চীনের জিনানের শানডং বিশ্ববিদ্যালয়ের ডক্টরাল শিক্ষার্থী।
সৈয়দা জেরিন এ বিষয়ে বাংলাদেশের চীন দূতাবাসকে ইতিমধ্যে একটি লিখিত চিঠি পাঠিয়েছেন। চিঠিটি গণপ্রজাতন্ত্রী চীন দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে। তার সঙ্গে একটি আলোকচিত্র।
উল্লেখ্য, গত বছরের শেষ দিকে চীনের মধ্য শহর উহানের একটি সামুদ্রিক খাদ্য বাজার থেকে করোনা ভাইরাস ছড়ায়।
ওই বাজারে অবৈধ বন্যপ্রাণী বিক্রি করা হতো বলে ধারণা করা হয়,। সেই থেকে বেইজিং এবং সাংহাইসহ চীনা শহরগুলি এবং বিশ্বের কমপক্ষে ৮০ টি দেশে করোনা ছড়িয়ে পড়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/776 ,   Print Date & Time: Wednesday, 26 November 2025, 10:00:18 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh