![]()
মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে তিন দিন ধরে চলা আলোচনার পর সরকার দেশে থাকা সকল অনিবন্ধিত মোবাইল ফোন নিবন্ধনের সময়সীমা ১৬ ডিসেম্বরের পরিবর্তে আগামী ১৫ মার্চ পর্যন্ত বাড়িয়েছে। একই সঙ্গে আনঅফিসিয়াল ফোন বিক্রির সুযোগ দেওয়া হয়েছে, ফলে ব্যবসায়ীরা অবরোধ তুলে নিয়েছেন।
এ সিদ্ধান্ত বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি, বাণিজ্য, অর্থ মন্ত্রণালয়, এনবিআর, বিটিআরসি ও মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর নেওয়া হয়।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মোবাইল ফোন চোরাচালান, ক্লোনড ও রিফার্বিশড ফোন, শুল্ক ফাঁকি, ডিজিটাল অপরাধ ইত্যাদি নিয়ন্ত্রণের জন্য ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে এই সময়সীমা মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হলো।
বৈঠকে মোবাইল আমদানিতে কোনও বাধা থাকবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কত পুরোনো বা কোন মডেল আমদানি করা যাবে তা ডাক ও টেলিযোগাযোগ বিভাগ বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাবে। এছাড়া শুল্ক পুনঃনির্ধারণ বিষয়ে এনবিআর ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে।
মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)-এর সভাপতি মো. আসলাম জানান, “জনভোগান্তি কমাতে আজকের কর্মসূচি স্থগিত করেছি। আমরা চাই মোবাইল ব্যবসা নিয়ন্ত্রণে আসুক, তবে পক্ষপাতদুষ্টভাবে নয়। এনইআইআর বাস্তবায়ন করা হবে, কিন্তু অবৈধ ট্যাগিং নেওয়া হবে না। তিন মাসের মধ্যে ব্যবসায়ীরা বাধামুক্তভাবে ফোন বিক্রি ও আমদানি করতে পারবে।”