• হোম > দেশজুড়ে > বৃহস্পতিবার সন্ধ্যায় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে।

  • বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১৯:৩০
  • ১৭

---

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৪টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারের জন্য তফসিল ঘোষণার ভাষণ রেকর্ড করেন।

সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে এবং দুইটির তফসিল একযোগে ঘোষণা করা হবে।

ভাষণ রেকর্ড শেষে কমিশনাররা বৈঠকে বসেন। বৈঠক শেষে সিনিয়র সচিব জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার পর সিইসি জাতির উদ্দেশে ভাষণ দিয়ে ৩০০ আসনের তফসিল ঘোষণা করবেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/7696 ,   Print Date & Time: Sunday, 14 December 2025, 12:57:45 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh