• হোম > বাংলাদেশ > উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম পদত্যাগ করেছেন।

উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম পদত্যাগ করেছেন।

  • বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১৯:২৮
  • ৩১

---

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছেন যুব ও ক্রীড়া, স্থানীয় সরকার ও সমবায় বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। বিষয়টি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নিশ্চিত করা হয়েছে।

বুধবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্ধারিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে দুপুরে এক সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, “এটি জানানোর এখতিয়ার আমার নেই, প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হবে।” তিনি নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করলেও আসন বা দল নিয়ে কিছু স্পষ্ট করেননি। তিনি আগে ঘোষণা দিয়েছিলেন, ঢাকা থেকে নির্বাচন করবেন এবং সম্প্রতি কুমিল্লা ছেড়ে ঢাকা-১০ এলাকার ভোটার হয়েছেন।

আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৮ আগস্ট আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপদেষ্টা হিসেবে শপথ নেন। প্রথমে শ্রম উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন, পরে যুব ও ক্রীড়া, স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পান।

অন্যদিকে, মাহফুজ আলম শুরুতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে নাহিদ ইসলাম পদত্যাগ করে এনসিপির আহ্বায়ক হলে মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/7694 ,   Print Date & Time: Sunday, 14 December 2025, 12:49:46 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh