• হোম > বাংলাদেশ > নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন।

নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন।

  • বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১৫:৫৮
  • ৩২

---

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি এবং তফসিল ঘোষণা নিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতির কার্যালয়ের উপ-সচিব মুহাম্মদ নেছার উদ্দিন জুয়েলের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সাক্ষাৎকালে সিইসির নেতৃত্বে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, আনোয়ারুল ইসলাম সরকার এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল সানাউল্লাহ উপস্থিত ছিলেন।

বৈঠকে নির্বাচন কমিশন আসন্ন নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করে। এ সময় রাষ্ট্রপতি কমিশনের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন।

এছাড়া নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব খান মো. নূরুল আমীন এবং সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী উপস্থিত ছিলেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/7688 ,   Print Date & Time: Sunday, 14 December 2025, 08:37:03 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh