• হোম > বাংলাদেশ > রোকেয়া দিবসে চার নারীকে পদক প্রদান

রোকেয়া দিবসে চার নারীকে পদক প্রদান

  • মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫, ১৩:৪৭
  • ৩৬

---

নারীশিক্ষা, নারী অধিকার, মানবাধিকার ও নারী জাগরণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে চার নারীকে ‘বেগম রোকেয়া পদক ২০২৫’ প্রদান করা হয়েছে।

মঙ্গলবার সকালেই রোকেয়া দিবস পালন উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চারজনের হাতে পদক তুলে দেন।

পদকপ্রাপ্তরা হলেন:

  • নারীশিক্ষা (গবেষণা): রুভানা রাকিব

  • নারী অধিকার (শ্রম অধিকার): কল্পনা আক্তার

  • মানবাধিকার: নাবিলা ইদ্রিস

  • নারী জাগরণ (ক্রীড়া): ঋতুপর্ণা চাকমা

বেগম রোকেয়া ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুর জেলার পায়রাবন্দে এক জমিদার পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তিনি রোকেয়া খাতুন, রোকেয়া সাখাওয়াত হোসেন ও মিসেস আর এস হোসেন নামেও পরিচিত ছিলেন।

ঊনবিংশ শতাব্দীতে, যখন নারীরা সমাজে ব্যাপকভাবে অবরোধবাসিনী হিসেবে জীবন যাপন করছিলেন, তখন রোকেয়া নারী শিক্ষার প্রসার ও নারীর পরাধীনতার বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন। তার সাহসী উদ্যোগ এবং সমাজ সচেতনতার কাজ আজও নারী জাগরণের প্রেরণা হিসেবে স্মরণ করা হয়।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/7634 ,   Print Date & Time: Monday, 15 December 2025, 08:46:27 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh