• হোম > রাজনীতি > রিজভী: শেয়ার বাজার ধস নয়, দেশের অর্থনীতি ভেঙেছে শেখ হাসিনার আমলে

রিজভী: শেয়ার বাজার ধস নয়, দেশের অর্থনীতি ভেঙেছে শেখ হাসিনার আমলে

  • সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ২০:২০
  • ৩৭

---

বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, “বিএনপির আমলে কখনো শেয়ার বাজারে ধস নামেনি। জিয়াউর রহমান থেকে শুরু করে খালেদা জিয়ার দ্বিতীয় মেয়াদ পর্যন্ত শেয়ার বাজারে ধস দেখা যায়নি। কিন্তু দেশের অর্থনীতি যত নিচের দিকে গেছে, সেটা ঘটেছে শেখ হাসিনার আমলে।”

সোমবার (৮ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়নে ‘বিএনপির দেশগড়ার পরিকল্পনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন।


শেয়ার বাজার ও জুট খাতের অবস্থা

রিজভী বলেন, “দেশনেত্রী খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন বেসরকারি খাতের জুট ১০০ শতাংশ রফতানি হতো। কিন্তু শেখ হাসিনা সরকারের আমলে ভারতকে জুট ইন্ডাস্ট্রিতে সুবিধা দেওয়ার জন্য যা যা ভর্তুকি দেওয়া দরকার ছিল, সেগুলো না দিয়ে আস্তে আস্তে জুট খাতকে ধ্বংসের পথে নেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “বিএনপির কোনো নেতৃবৃন্দ কখনো মিথ্যা প্রতিশ্রুতি দেননি। যেটা সম্ভব, যেটা করা যায়, সেই কথাগুলোই বলা হয়েছে। কাউকে জান্নাত পাইয়ে দিবেন, সাদ্দাতের বেহেশত পাইয়ে দিবেন—এসব কথা বিএনপি বলছে না। বিএনপি অত্যন্ত প্র্যাকটিক্যালভাবে তার সামর্থের মধ্যে যে কাজ করা সম্ভব, সেগুলোই প্রতিশ্রুতিতে উল্লেখ করা হয়েছে।”


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/7604 ,   Print Date & Time: Wednesday, 17 December 2025, 03:24:46 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh