![]()
মুর্শিদাবাদের রেজিনগরে তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবীরের বাড়িতে বিতর্কিত বাবরি মসজিদ নির্মাণ প্রকল্পের জন্য অনুদান হিসেবে পাওয়া নগদ অর্থ গণনার কাজ চলছে।
গত শনিবার (৬ ডিসেম্বর) বাবরি মসজিদ ধ্বংসের দিনটির স্মরণে রেজিনগরে মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন হুমায়ুন কবীর। একই দিনে অনুদান গ্রহণ শুরু হয়। হুমায়ুন কবীরের দাবি, মসজিদ নির্মাণের জন্য প্রায় ৩০০ কোটি টাকা প্রয়োজন।
এখন পর্যন্ত অনলাইনে এবং নগদ অর্থে ১১টি ট্রাঙ্ক ভর্তি অনুদান জমা পড়েছে। এর মধ্যে ৭টি ট্রাঙ্ক খুলে ৩৭ লক্ষ টাকা নগদ পাওয়া গেছে। মোট অনুদান সংগ্রহের পরিমাণ এক কোটি ১০ লক্ষ টাকা।
নগদ অর্থ গণনার জন্য আলেম-উলামা এবং গণনা মেশিন ব্যবহার করে ৩০ জন লোক কাজ করছেন।
হুমায়ুন কবীর জানান, নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যক্তি একাই প্রায় ৮০ কোটি টাকা অনুদানের প্রতিশ্রুতি দিয়েছেন।
বাবরি মসজিদ নির্মাণে অনুদানের এই ব্যাপক সাড়া দেখে স্পষ্ট যে তহবিলের অভাব হবে না। তবে আগামী ২০২৬ সালের নির্বাচনে এই উদ্যোগ কতটা রাজনৈতিক প্রভাব ফেলবে, তা সময়ই দেখাবে।