• হোম > টেকনোলজি > ১৬ ডিসেম্বর থেকে NEIR: অনিবন্ধিত ফোন বন্ধ হবে

১৬ ডিসেম্বর থেকে NEIR: অনিবন্ধিত ফোন বন্ধ হবে

  • সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ১৩:৪১
  • ৩১

---

সরকার আগামী ১৬ ডিসেম্বর থেকে মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন প্রক্রিয়া (NEIR) চালু করতে যাচ্ছে। এই প্রক্রিয়ার মাধ্যমে দেশের মোবাইল নেটওয়ার্কে নিবন্ধনবিহীন, চুরি হওয়া বা অনুমোদনহীনভাবে আমদানি করা ফোনের ব্যবহার বন্ধ হবে।

এমন উদ্যোগের প্রভাবে দোকানগুলোতে ক্রেতাদের ভিড় বেড়েছে, কারণ অনিবন্ধিত ডিভাইসের দাম বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ক্রেতারা অভিযোগ করছেন, প্রচলিত শুল্ক ও ভ্যাটের কারণে অফিসিয়াল ফোন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। উদাহরণস্বরূপ, ২০ হাজার টাকার একটি ফোনে ৫৭ শতাংশ ভ্যাট যুক্ত হলে দাম বেড়ে দাঁড়াবে ৫০ হাজারের বেশি, যা ছাত্র-যুবকদের বাজেটের বাইরে।

ব্যবসায়ীরা অনিবন্ধিত ফোন আমদানিতে ৫৭ শতাংশ শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছে। মোবাইল বিজনেস কমিউনিটির সভাপতি মো. আসলাম বলেন, “সমাধানের জন্য সরকার আলোচনায় বসতে পারে। নাহলে ব্যবসায়ীরা রাজপথে নামতে বাধ্য হবে।”

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব বলেন, দেশে ৭৩ শতাংশ ডিজিটাল প্রতারণায় অবৈধ স্মার্টফোন ব্যবহৃত হচ্ছে। এই অপরাধচক্র বন্ধ করতে সরকার কঠোর হচ্ছে। তিনি আরও জানান, মোবাইল ফোন চোরাচালানের সঙ্গে যুক্ত একটি বিশেষ গোষ্ঠীর স্বার্থে এই উদ্যোগে বাধা সৃষ্টি করা হচ্ছে।

সরকারের লক্ষ্য হচ্ছে—নির্বাচনের আগে অবৈধ ডিভাইসকেন্দ্রিক অপরাধ দমন, সুলভ দামে মোবাইল সরবরাহ, অভ্যন্তরীণ বাজার নিয়ন্ত্রণ এবং রাজস্ব বৃদ্ধি। এজন্যই ১৬ ডিসেম্বর থেকে NEIR চালু হবে। আইসিটি বিভাগ জানিয়েছে, চালু হওয়ার আগের দিন পর্যন্ত নেটওয়ার্কে থাকা সব ফোন স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে। পরবর্তীতে বিদেশ থেকে ফোন আনলে অনলাইনে নিবন্ধনের সুযোগ থাকবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/7564 ,   Print Date & Time: Sunday, 21 December 2025, 07:34:02 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh