• হোম > বাংলাদেশ > রিজার্ভ চুরি মামলায় প্রতিবেদন দাখিল ১৩ জানুয়ারি

রিজার্ভ চুরি মামলায় প্রতিবেদন দাখিল ১৩ জানুয়ারি

  • সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ১২:৪৭
  • ৩৪

---

ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম সোমবার (৮ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেছেন ১৩ জানুয়ারি।

এর আগে আজ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু সিআইডি প্রতিবেদন দাখিল না করায় আদালত নতুন তারিখ নির্ধারণ করেছেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে সুইফট কোড জালিয়াতির মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করা হয়। পরে ওই অর্থ ফিলিপাইনে প্রেরণ করা হয়।

সংশ্লিষ্টরা মনে করেন, দেশের অভ্যন্তরের একটি চক্রের সহায়তায় হ্যাকার গ্রুপ এই অর্থপাচার ঘটিয়েছে।

চুরির ঘটনার পর ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা মতিঝিল থানায় মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয় এবং অভিযোগ আনা হয় মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ (সংশোধনী ২০১৫) এর ৪ ধারা, তথ্য ও প্রযুক্তি আইন-২০০৬ এর ৫৪ ধারা ও ৩৭৯ ধারার অধীনে।

মামলাটি বর্তমানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/7560 ,   Print Date & Time: Sunday, 21 December 2025, 04:09:12 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh