• হোম > দেশজুড়ে > এই সময় দেশের ও জাতির জন্য খালেদা জিয়ার উপস্থিতি অত্যন্ত জরুরি: বাবর

এই সময় দেশের ও জাতির জন্য খালেদা জিয়ার উপস্থিতি অত্যন্ত জরুরি: বাবর

  • শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ১৮:২৬
  • ৪৩

---

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী লুৎফুজ্জামান বাবর বলেছেন, আমাদের নেত্রী গণতন্ত্রের মানসকন্যা বেগম খালেদা জিয়া। তিনি শুধু একজন নেতা নন, বরং আমাদের মেন্টরও বটে। বর্তমানে নেত্রী সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। এই মুহূর্তে দেশের, জাতির ও জনগণের জন্য তার উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শুক্রবার দুপুরে নেত্রকোনার মদন উপজেলার কুলিয়াটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খালেদা জিয়ার আরোগ্য কামনায় অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাবর বলেন, “আমরা নেত্রীর সুস্থতার জন্য দোয়া করছি। আপনারাও সবাই দোয়া করবেন। গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় মানুষ যদি নেত্রীর জন্য দোয়া করেন, তাহলে তিনি অবশ্যই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। কারণ, আল্লাহ চাইলে সব সম্ভব।”

নিজের কথা উল্লেখ করে বাবর বলেন, “আমি সাড়ে ১৭ বছর জেলে ছিলাম। আমাকে তিনটি মৃত্যুদণ্ড ও তিনটি যাবজ্জীবন দণ্ডসহ আরও অনেক দণ্ড দেওয়া হয়েছিল। আমি কখনও ভাবিনি, এভাবে আবারো আপনাদের মাঝে ফিরে আসব। কিন্তু আল্লাহ আমাকে আপনারা মাঝে ফিরিয়ে দিয়েছেন। এজন্য আল্লাহর কাছে কোটি কোটি ধন্যবাদ।”

মদন ইউনিয়ন বিএনপির সভাপতি সুলতান আকন্দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাফর ইকবাল সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে এলাকার শত শত নারী-পুরুষ অংশগ্রহণ করেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/7532 ,   Print Date & Time: Friday, 19 December 2025, 11:13:59 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh