![]()
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চিকিৎসকেরা নিশ্চিত করলেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে।
শুক্রবার (৫ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পাশে মসজিদের সামনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এর আগে সেখানে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
মির্জা ফখরুল জানান, চিকিৎসকেরা আশাবাদী যে কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স শনিবার ঢাকায় পৌঁছালে রোববার খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া সম্ভব হবে।
তিনি আরও বলেন, গুরুতর অসুস্থ অবস্থায় খালেদা জিয়া গত এক সপ্তাহ ধরেই হাসপাতালে চিকিৎসাধীন। দেশি–বিদেশি অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকেরা তাকে দেখছেন। তবে আরও উন্নত চিকিৎসার প্রয়োজন মনে করেই তাঁকে ইংল্যান্ডে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।