• হোম > > বন্যায় সহায়তার জন্য কৃতজ্ঞতা জানিয়ে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর ফোন প্রধান উপদেষ্টাকে

বন্যায় সহায়তার জন্য কৃতজ্ঞতা জানিয়ে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর ফোন প্রধান উপদেষ্টাকে

  • বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ২২:৪৮
  • ৪৫

---

শ্রীলঙ্কায় সাম্প্রতিক ঘূর্ণিঝড় ও ভয়াবহ বন্যায় ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পর সহায়তা ও সংহতি প্রদানের জন্য কৃতজ্ঞতা জানাতে দেশটির প্রধানমন্ত্রী ড. হরিণী অমরাসুরিয়া বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ফোন করেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে হওয়া এই ফোনালাপে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী বাংলাদেশের দ্রুত সহায়তা ও আন্তরিক সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। গত এক সপ্তাহের দুর্যোগে দেশটিতে ব্যাপক প্রাণহানি ও ব্যাপক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।

আলোচনার সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শোকাহত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান এবং শ্রীলঙ্কার পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, প্রয়োজন হলে বাংলাদেশ অতিরিক্ত জরুরি সহায়তা ও দুর্যোগ–প্রতিক্রিয়া বিশেষজ্ঞ দল পাঠাতে প্রস্তুত।

তার ভাষায়, “যা প্রয়োজন, বাংলাদেশ তা করতে প্রস্তুত।”

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী জানান, তার সরকার এখন ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব সংগ্রহে কাজ করছে। ফোনালাপের সময় প্রধান উপদেষ্টা তাকে আগামী মাসগুলোতে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং কলম্বোর রাজনৈতিক অভিজ্ঞতা থেকে শেখার আগ্রহ প্রকাশ করেন।

উল্লেখ্য, চলতি বছরের শুরুতে ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনের ফাঁকে দুই নেতার মধ্যে সাক্ষাৎ হয়েছিল। আলাপের সময় প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট মহাপরিচালক।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/7510 ,   Print Date & Time: Monday, 15 December 2025, 03:04:30 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh