
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যবহারের জন্য আমদানি করা টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো এলসি–২৫০ দেশে পৌঁছেছে এবং ইতিমধ্যে বিআরটিএতে দলীয় নামে নিবন্ধন সম্পন্ন হয়েছে। সাদা রঙের সাত আসনের এই বিশেষ সুবিধাসম্পন্ন জিপটি জাপানে তৈরি হলেও আমদানি করা হয়েছে সংযুক্ত আরব আমিরাত থেকে।
বিআরটিএ গত ২ ডিসেম্বর রেজিস্ট্রেশন ও ফিটনেস অনুমোদন দেয়। গাড়িটি ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র নামে নিবন্ধিত হয়েছে, যার ঠিকানা দেওয়া হয়েছে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়।
নথি অনুযায়ী, ২,৮০০ সিসির গাড়িটির ঘোষিত ক্রয়মূল্য ৩৭ হাজার ডলার হলেও কাস্টমস অ্যাসেসমেন্ট ভ্যালু ধরা হয় ৪১ হাজার ডলার। গাড়িটি খালাসে শুল্ক, ভ্যাট ও কর বাবদ দিতে হয়েছে ২ কোটি ৩১ লাখ টাকার বেশি। সব মিলিয়ে মোট দাম দাঁড়িয়েছে প্রায় ২ কোটি ৭৬ লাখ টাকা।
২ ডিসেম্বর ফিটনেস সনদও অনুমোদিত হয়, যার মেয়াদ ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত। ট্যাক্স টোকেনের মেয়াদ রয়েছে এক বছর। তবে গাড়িটি বুলেটপ্রুফ কি না, তা দালিলিকভাবে নিশ্চিত করা যায়নি।