• হোম > বাংলাদেশ > এভারকেয়ারের কাছে হেলিকপ্টার অবতরণ করবে—বিভ্রান্ত না হতে অনুরোধ।

এভারকেয়ারের কাছে হেলিকপ্টার অবতরণ করবে—বিভ্রান্ত না হতে অনুরোধ।

  • বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫, ১৫:০১
  • ৪৪

---

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি। অবস্থা স্থিতিশীল রাখতে তাঁকে ‘স্পেশাল কেয়ারে’ রাখা হয়েছে।

প্রধান উপদেষ্টা দপ্তরের এক বার্তায় বলা হয়েছে, আগামী ৪ ডিসেম্বর সকাল ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এভারকেয়ার হাসপাতালের কাছে দুইটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনা ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলকভাবে অবতরণ ও উড্ডয়ন করবে। সাধারণ মানুষকে বিভ্রান্ত না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

এছাড়া, অন্তর্বর্তী সরকার মঙ্গলবার খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) ঘোষণা করেছে। এর মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্ব নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) এবং পিজিআর-এর কাছে, যারা এভারকেয়ার হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করবেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/7451 ,   Print Date & Time: Monday, 15 December 2025, 05:03:39 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh