• হোম > দেশজুড়ে > প্রধান উপদেষ্টা বললেন: আগামী নির্বাচন নিয়ে জাতি গর্ব অনুভব করবে।

প্রধান উপদেষ্টা বললেন: আগামী নির্বাচন নিয়ে জাতি গর্ব অনুভব করবে।

  • বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫, ১৪:৫৪
  • ৪৯

---

বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (৩ ডিসেম্বর) সকালে মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স–২০২৫ এর সমাপনী অনুষ্ঠানে তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে শান্তিপূর্ণ ও উৎসবমুখর একটি আয়োজন। এ নির্বাচনকে জাতি গর্বের সঙ্গে স্মরণ করবে বলেও মন্তব্য করেন তিনি।

কোর্স সম্পন্নকারী কর্মকর্তাদের উদ্দেশে ড. ইউনূস বলেন, বছরের পর বছর অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জিত জ্ঞান ভবিষ্যতে জাতীয় উন্নয়ন, নীতি প্রণয়ন এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও দেশের নিরাপত্তায় সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করেন।

প্রধান উপদেষ্টা আরও বলেন, নিরাপত্তা ও উন্নয়নবিষয়ক অধ্যয়নে ন্যাশনাল ডিফেন্স কলেজ এখন একটি উৎকর্ষতার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত। দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক পরিস্থিতি মোকাবিলায় দক্ষ নেতৃত্ব তৈরিতে এই প্রতিষ্ঠান কার্যকর ভূমিকা পালন করছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/7447 ,   Print Date & Time: Tuesday, 16 December 2025, 06:40:55 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh