• হোম > দেশজুড়ে > স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, কিছু গোপন তথ্য থাকে যা সবসময় প্রকাশ করা সম্ভব নয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, কিছু গোপন তথ্য থাকে যা সবসময় প্রকাশ করা সম্ভব নয়।

  • মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫, ১৫:১৭
  • ৪৩

---

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশে কারও নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই।

আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝুঁকিপূর্ণ এলাকা নির্ধারণ, আইনশৃঙ্খলা বাহিনীর মোতায়েন, বডি ওর্ন ক্যামেরা কেনা ও পরিচালনার প্রস্তুতি—সব বিষয় নিয়েই বৈঠকে আলোচনা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকার তালিকা গণমাধ্যমে আসা তথ্যের ভিত্তিতে তৈরি হলেও পরিস্থিতি পরিবর্তন হতে পারে বলেও জানান তিনি।

বডি ওর্ন ক্যামেরার সংখ্যা নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন,
“এখানে সংখ্যার প্রশ্ন নেই। যত প্রয়োজন, তত কেনা হবে।”

আর প্রয়োজনীয় সরঞ্জামের পরিমাণ প্রকাশ না করার বিষয়ে তিনি বলেন,
“কিছু সিক্রেট খবর থাকে, সব জানানো যায় না। আমাদের কাছে কী কী হাতিয়ার আছে—সব বলা সম্ভব নয়।”

তারেক রহমানের দেশে ফেরা বা তার নিরাপত্তা নিয়ে কোনো আলোচনা হয়নি বলে স্পষ্ট করে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,
“এ দেশে কারও নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। সবার নিরাপত্তায় আমরা প্রস্তুত।”

নির্বাচনকে সামনে রেখে সীমান্ত নিরাপত্তা জোরদারের বিষয়েও আলোচনা হয়েছে বলে তিনি জানান। ফোন আড়িপাতা প্রসঙ্গে তিনি বলেন, অনুমোদিত সংস্থা ছাড়া অন্য কেউ আড়ি পাততে পারবে না।

পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, প্রতিবেদন পড়ে তারপর মন্তব্য করবেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/7413 ,   Print Date & Time: Monday, 15 December 2025, 10:11:34 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh