• হোম > বাংলাদেশ > মোদি বলেছেন, খালেদা জিয়ার প্রয়োজনে যেকোনো সহযোগিতা দিতে ভারত প্রস্তুত।

মোদি বলেছেন, খালেদা জিয়ার প্রয়োজনে যেকোনো সহযোগিতা দিতে ভারত প্রস্তুত।

  • মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫, ১০:২৮
  • ৪০

---

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সোমবার নিজের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে তিনি লেখেন, ‘বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর জেনে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। দীর্ঘ বছর ধরে তিনি বাংলাদেশের জনজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।’

মোদি আরও বলেন, ‘তার দ্রুত আরোগ্যের জন্য আমাদের আন্তরিক প্রার্থনা ও শুভকামনা রইল। ভারত প্রয়োজন অনুযায়ী এবং যেকোনোভাবে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।’

বার্ধক্যজনিত জটিলতায় খালেদা জিয়া কয়েকদিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দেশি-বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় পাঁচ সদস্যের একটি বিদেশি মেডিকেল দল—যাদের বেশির ভাগই চীনা নাগরিক—আজ দুপুরে এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/7399 ,   Print Date & Time: Thursday, 18 December 2025, 12:52:42 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh