• হোম > বিদেশ > ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৯০ জনে পৌঁছেছে।

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৯০ জনে পৌঁছেছে।

  • শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৭:৪৯
  • ৩০

---

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ভারী বৃষ্টিপাতজনিত আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে অন্তত ৯০ জনে দাঁড়িয়েছে, নিখোঁজ রয়েছেন আরও ৫৯ জন।—বিবিসি।

দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, সুমাত্রার ওপর দিয়ে বয়ে যাওয়া একটি গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়ের প্রভাবে শুষ্ক মৌসুমেও বন্যা ও ভূমিধস সৃষ্টি হয়েছে। সোমবার শুরু হওয়া প্রবল বর্ষণে উত্তর সুমাত্রার নর্দান প্রদেশের বেশ কয়েকটি নদী তীর ভেঙে গ্রামাঞ্চলে পানি ঢুকে পড়ে। এতে পাহাড়ি বহু গ্রাম বিধ্বস্ত হয় এবং দুই হাজারের বেশি বাড়িঘর ও স্থাপনা পানিতে তলিয়ে যায়।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ধ্বংসাবশেষ সরাতে ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে, তবে অন্তত তিনটি জেলার সড়ক যোগাযোগ আংশিকভাবে বিচ্ছিন্ন থাকায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

টেলিভিশন ফুটেজে দেখা গেছে, বাড়ির ছাদে আটকে পড়া মানুষদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছে জরুরি সেবা কর্মীরা। কিন্তু কাদামাটির ধস, বিদ্যুৎ বিচ্ছিন্নতা ও নষ্ট হয়ে যাওয়া যোগাযোগ ব্যবস্থা উদ্ধার কার্যক্রমকে আরও কঠিন করে তুলেছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/7261 ,   Print Date & Time: Monday, 1 December 2025, 03:18:17 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh