• হোম > বিদেশ > তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে অভিবাসী গ্রহণ বন্ধের ঘোষণা দিয়েছেন ট্রাম্প।

তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে অভিবাসী গ্রহণ বন্ধের ঘোষণা দিয়েছেন ট্রাম্প।

  • শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৭:৪৬
  • ২৮

---

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে স্থায়ীভাবে অভিবাসী গ্রহণ বন্ধ করবে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের দুই সদস্যকে গুলি করার ঘটনার পর শুক্রবার (২৮ নভেম্বর) সামাজিকমাধ্যম ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে তিনি এই সিদ্ধান্ত জানান।—রয়টার্স।

ট্রাম্প তার পোস্টে লিখেছেন, প্রযুক্তিগত অগ্রগতি থাকলেও ভুল অভিবাসন নীতি সব অর্জনকে ঝুঁকির মুখে ফেলেছে এবং মানুষের জীবনকে কঠিন করে তুলছে। তাই যুক্তরাষ্ট্রের ব্যবস্থাকে ‘পুনর্গঠনের সুযোগ’ দিতে তিনি তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে অভিবাসী আগমন পুরোপুরি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন।

ট্রাম্প আরও অভিযোগ করেন, জো বাইডেন প্রশাসনের সময় অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা লক্ষ লক্ষ মানুষের থাকার অনুমতি তিনি বাতিল করবেন। তার ভাষায়, “ঘুমন্ত বাইডেন এসব লোককে অবৈধভাবে এনেছেন। যারা দেশের কাজে আসে না বা আমেরিকাকে মন থেকে ভালোবাসতে পারে না, তাদের সবাইকে বের করে দেওয়া হবে।”

তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রে থাকা বিদেশি নাগরিকদের সব ধরনের সরকারি সুবিধা ও আর্থিক সহায়তা বন্ধ করা হবে। যারা যুক্তরাষ্ট্রের শান্তি বিঘ্নিত করবে, তাদের নাগরিকত্ব বাতিল করা হবে। দেশের ওপর বোঝা হয়ে দাঁড়ায়, নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করে বা আমেরিকান সংস্কৃতির সঙ্গে মানিয়ে নিতে ব্যর্থ—এমন যে কোনো বিদেশিকে দেশ থেকে বহিষ্কার করা হবে বলেও ট্রাম্প হুঁশিয়ারি দেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/7259 ,   Print Date & Time: Monday, 1 December 2025, 02:36:07 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh